• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ০৭:১৪ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০১৯, ০৭:১৪ পিএম

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রো‌হিঙ্গার মৃত্যু

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রো‌হিঙ্গার মৃত্যু

বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের নো ম্যানস ল্যান্ডে মাইন বিস্ফোরণে আবদুল ম‌জিদ (৩৬) নামে এক রোহিঙ্গার মৃত্যু ঘটেছে। সে উখিয়ার কুতুপালং -২ ক্যাম্পের ডি-১ ব্লকের রোহিঙ্গা আবদুল মালেকের ছেলে। সোমবার (২৩ সে‌প্টেম্বর) দুপুরে নাইক্ষংছড়ির ঘুমধুমের বাইশফাঁড়ি সীমা‌ন্ত থেকে তার লাশ উদ্ধার করে বিজিবি পুলিশের নিকট হস্তান্তর করেছে।

স্থানীয়রা জানান, রোহিঙ্গা ওই যুবক সীমান্ত পাড়ি দিয়ে গোপনে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। নো ম্যানস ল্যান্ডে পৌঁছালে মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তার মৃত্যু হয়। 

নাইক্ষংছড়ির ঘুমধুম তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক ইমন চৌধুরী ব‌লেন, ‘বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করেন। সকাল সাড়ে ৮টার দিকে সীমান্তের উক্ত স্থানে মাইন বিস্ফোরণের শব্দ শুনতে পান বিজিবি। পরে কর্তৃপক্ষের সম্মতিতে সোমবার দুপুর ২টার দিকে লাশ উদ্ধার করা হয়। পরে মৃতদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেন। লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলে তিনি জানান। 

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেও মাইন বিস্ফোরণে একই স্থানে আরেক রোহিঙ্গার মৃত্যু হয়েছিল। 

কেএসটি
 

আরও পড়ুন