• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০১৯, ০৭:২০ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৭, ২০১৯, ০৭:২০ পিএম

মির্জাপুরে ৩ নৈশপ্রহরীকে বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

মির্জাপুরে ৩ নৈশপ্রহরীকে বেঁধে দুর্ধর্ষ ডাকাতি
হাত-পা বাঁধা ৩ নৈশপ্রহরী  -  ছবি : জাগরণ

টাঙ্গাইলের মির্জাপুরে ৩ নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে চেতনানাশক ওষুধ দিয়ে অজ্ঞান করে হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার উয়ার্শী ইউনিয়নের নগর ভাদগ্রাম বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে কয়েকজন ডাকাত বাজারে থাকা ৩ জন প্রহরীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চেতনানাশক ওষুধ দিয়ে অজ্ঞান করে। পরে বাজারের পাশের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে হাত-পা বেঁধে শাকিলা ফ্যাশন নামের শাড়ি-কাপড়ের দোকানের মালামাল লুটপাট করে নিয়ে যায়। ঘটনার পর সংবাদ পেয়ে পুলিশ ভোর ৪টায় ঘটনাস্থলে এসে একটি ‘দা’ উদ্ধার করে।

শাকিলা ফ্যাশনের মালিক শাহাদত হোসেন তার দোকানে থাকা ৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এনআই

আরও পড়ুন