• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ০৫:৪০ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৯, ২০১৯, ০৫:৪০ পিএম

ব্যবসায়ীকে গুলি করে ১৬ লাখ টাকা ছিনতাই

ব্যবসায়ীকে গুলি করে ১৬ লাখ টাকা ছিনতাই

গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে তার কাছে থাকা ১৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ সময় ছিনতাইকারীদের মারধরে জাপান ট্যোবাকোর মালিক নূরুল হক রতন ও কর্মচারী মো. সোহেল আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-জয়দেবপুর সড়কে এ ঘটনা ঘটে।

নূরুল হক রতন জানান, চান্দনা চৌরাস্তায় অফিস থেকে হেঁটে কর্মচারীদের সাথে নিয়ে ১৬ লাখ ৪১ হাজার টাকা চান্দনা চৌরাস্তার একটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পর পেছন থেকে ৫-৭ জন ছিনতাইকারী লাঠিসোঁটা ও রড নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ছিনতাইকারীদের হামলায় নূরুল হক রতন ও কর্মচারী সোহেল আহত হন। পরে ছিনতাইকারীরা ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে সোহেলের হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আহমেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলির বিষয়টি জানা নেই। তবে ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে।

এনআই

আরও পড়ুন