• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০১৮, ০৯:৩০ এএম

ঠাকুরগাঁও সুগারমিলের ৬১ তম মাড়াই মৌসুমের উদ্বোধন

ঠাকুরগাঁও সুগারমিলের ৬১ তম মাড়াই মৌসুমের উদ্বোধন

 

ঠাকুরগাঁও সুগারমিলের ৬১ তম আখ মাড়াই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন ।

ঠাকুরগাঁও সুগারমিল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে ঠাকুরগাঁও সুগারমিলের লোকসান ২৯৫ কোটি টাকা। এই লোকসান কাটিয়ে উঠতে ও কর্মচারীদের বেতন দিতে ঋণ নিতে হয়েছে মিলটিকে। বিগত কয়েক বছর ধরে চিনির দাম কমে যাওয়ায় মিলটি ক্রমাগত লোকসানে গুনে আসছে। এখনও মিলে গত বছরের ৪ হাজার ৯০০ মেট্রিক টন চিনি অবিক্রিত পড়ে রয়েছে।

এ বছর প্রতি কুইন্টাল আখ মিলগেটে ৩৫০ টাকা ও বাইরে থেকে ৩৪৬ টাকা দরে কিনবে সুগার মিল।

ঠাকুরগাঁও সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস শাহী বলেন, ২০১৮-১৯ আখ মাড়াই মৌসুমে ১ লক্ষ মেট্রিক টন আখ মাড়াই করে ৭ হাজার ২২৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কোন প্রকার যান্ত্রিক ত্রুটিতে না পরলে মিলটি এবার ৯০ দিন চালু থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল হাসান, ঠাকুরগাঁও সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস শাহী, কেন্দ্রীয় আখ চাষি সমিতির সভাপতি ইউনুস আলী, সাবেক সভাপতি রুহুল আমিন, উজ্জ্বল, কুদ্দুস প্রমুখ।

সাইসে