• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৫, ২০১৯, ০৫:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৫, ২০১৯, ০৫:৩৬ পিএম

সাতক্ষীরায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১২

সাতক্ষীরায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১২

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক নিহত ও ১২ জন বাসযাত্রী আহত হয়েছেন। শনিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের একটি পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম কাজী সাইদুর রহমান (৫৬)। তিনি উপজেলার মৌতলা গ্রামের কাজী এমদাদ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জ উপজেলা সদরের একটি পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে মোটরসাইকেল চালক সাইদুর রাস্তা পার হওয়ার সময় সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেলের চালক সাইদুর। তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে আনা হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তার মৃত ঘোষণা করেন।

এ সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসে থাকা কমপক্ষে ১২ যাত্রী আহত হন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এনআই

আরও পড়ুন