• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ৯, ২০১৯, ০১:৪১ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৯, ২০১৯, ০২:৫১ পিএম

ফাহাদ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : তথ্যমন্ত্রী

ফাহাদ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ- ফাইল ছবি

ভিন্ন মত প্রকাশের কারণে বুয়েটের মেধাবী ছাত্রকে পিটিয়ে হত্যার বিষয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যারা এই ঘৃণীত কাজ করেছে, যারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। তিনি বলেন, এর সঠিক প্রচারণা হওয়া উচিত। নিন্দা হওয়া উচিত। তবে অপপ্রচার হওয়া উচিত নয়।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টেলিভিশন নাট্য পরিচালক, শিল্পীদের সঙ্গে বৈঠকের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন, আমরা দেশের ক্যাবল নেটওয়ার্কে শৃঙ্খলা ফিরিয়ে এনেছি। ঠিক এরকমই শৃঙ্খলা ফেরাতে চাই অবৈধ ডিটিএইচ (ডোর টু হোম) বা সেটব বক্স ব্যবহারের বিষয়েও। মন্ত্রী এ বিষয়ে বলেন, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে অবৈধ ডিটিএইচ ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে হবে। নইলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এমএএম/টিএফ
 

আরও পড়ুন