• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০১৯, ০৫:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৪, ২০১৯, ০৫:৩৩ পিএম

ভুয়া ডাক্তারের কারাদণ্ড

ভুয়া ডাক্তারের কারাদণ্ড

পটুয়াখালী পৌর শহরের টাউন কালিকাপুর এলাকায় জিএমআর ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। পরে ভুয়া এমবিবিএস পদবি ব্যবহার করার অভিযোগে ডা. এস.এম নাসির উদ্দীন মাহমুদকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড প্রদান করে। এ সময় জিএমআর ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম। এছাড়া দুই লাখ ৫ হাজার টাকা জরিমানাও করা হয় প্রতিষ্ঠানটিকে।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক মো. রইস উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, টাউন কালিকাপুর জিএমআর ডায়াগনস্টিক সেন্টারে এক জন ভুয়া ডাক্তার মিথ্যা পদবি ব্যবহার করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। এ সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ অক্টোবর) র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ডাক্তার নামধারী নাসির উদ্দীন তার প্রমাণপত্র দেখাতে ব্যর্থ হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছর কারাদণ্ড এবং প্রতিষ্ঠানটিকে জরিমানা করে সিলগালা করে দেয়। 

কেএসটি

আরও পড়ুন