• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০১৯, ০৬:৪২ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৪, ২০১৯, ০৬:৪২ পিএম

ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, টাকাসহ আটক ১

ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, টাকাসহ আটক ১

পাসপোর্ট করে দেয়ার নামে হয়রানি ও ঘুষ গ্রহণ করায় ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের অফিস সহায়ক আতিকুল ইসলাম ইসলামকে  ২১ হাজার টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে দিনাজপুর দুদকের একটি দল ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসে এই অভিযান চালায় এবং অফিস সহায়ক আতিকুল ইসলামকে আটক করে। আটককৃত আতিকুল ইসলাম নেত্রকোনা জেলার রহমত আলীর ছেলে।

আতিকুল ইসলাম পাসপোর্ট করে দেয়ার নামে সহিম উদ্দীন নামে একজন অবসরপ্রাপ্ত শিক্ষককে পাসপোর্ট করার নামে বেশ কিছুদিন যাবত হয়রানী করলে তিনি ঘুষ গুনতে বাধ্য হন। হজে যেতে ইচ্ছুক ওই শিক্ষকের অভিযোগের ভিত্তিতে দুদক অভিযান চালিয়ে নগদ ২১ হাজার টাকাসহ তাকে হাতেনাতে আটক করে। পরে তাকে ঠাকুরগাঁও থানায় সোপার্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দুদকের দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেএসটি

আরও পড়ুন