• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৯, ০৬:০৭ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৫, ২০১৯, ০৬:০৭ পিএম

কোটচাঁদপুরে মহিলা ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের পিংকি

কোটচাঁদপুরে মহিলা ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের পিংকি
নির্বাচনে বিজয়ের পর পিংকি ও তার ভক্তরা  -  ছবি : জাগরণ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তৃতীয় লিঙ্গের একজন প্রার্থী এবারের শেধ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনিই বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো তৃতীয় লিঙ্গের ভাইস চেয়ারম্যান।

এই খবরে দেশব্যাপী সাড়া পড়ে গেছে। পিংকি ছাড়াও আরও দুজন নারী এই পদে লড়েছিলেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, পিংকি ১২ হাজার ৮৮০ ভোট পেয়ে নির্বাচিত হন, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুবিনা খাতুন পান ১২ হাজার ১৩৯ ভোট। নাসিমা ইসলাম নামের আরেক প্রার্থীও প্রতিযোগিতায় নেমেছিলেন।

উপজেলার দোড়া ইউনিয়নের সেতায়াদি গ্রামের নওয়াব আলীর সন্তান তৃতীয় লিঙ্গের পিংকি জানান, তার মতো স্বীকৃতিহীন মানুষদের সমাজে প্রতিষ্ঠা ও কাজের স্বীকৃতি পেতে তিনি নির্বাচনে অংশ নেন। তিনি সমাজে অবহেলিত ও নিপীড়িত মানুষের পাশে আছেন এবং থাকবেন বলেও জানান।

নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শরিফুন্নেছা মিকি জানান, তিন বছর ধরে পিংকি কোটচাঁদপুর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছেন।

এনআই

আরও পড়ুন