• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৯, ০৯:২৪ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৫, ২০১৯, ০৯:২৪ পিএম

গাইবান্ধায় অপহৃত ছাত্রী দিনাজপুর থেকে উদ্ধার

গাইবান্ধায় অপহৃত ছাত্রী দিনাজপুর থেকে উদ্ধার
স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে আটক শাওন মিয়া  -  ছবি : জাগরণ

গাইবান্ধা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে ৪ দিন পর দিনাজপুরের পার্বতীপুর থেকে উদ্ধার করেছে গাইবান্ধা সদর থানার পুলিশ।

গাইবান্ধা সদর থানা সূত্রে জানা গেছে, ১০ অক্টোবর গাইবান্ধার টাবুপাড়া থেকে ৯ম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে শাওন মিয়া (২২)। এরপর শাওন ছাত্রীর পরিবারের কাছে বিকাশে টাকা পাঠানোর জন্য চাপ দেন। এ ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে গাইবান্ধা সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাশ নাম্বারের সূত্র ধরে এবং মোবাইল নাম্বার ট্র্যাক করে তদন্ত অফিসার মুজিবুর রহমানের নেতৃত্বে আসামি শাওন মিয়াকে দিনাজপুরের পার্বতীপুর থেকে আটক করা হয়। সেই সাথে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়।

আটক শাওন মিয়া গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের খামার বোয়ালী গ্রামের (খেয়াঘাট) আবু বকর সিদ্দিকের ছেলে। অপহৃত ছাত্রী গাইবান্ধা সদরের টাবুপাড়ার বাসিন্দা আশরাফুল ইসলামের মেয়ে।

এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার তদন্ত অফিসার মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এনআই

আরও পড়ুন