• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০১৯, ০১:৩০ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৬, ২০১৯, ০১:৩০ পিএম

বশেমুরবিপ্রবি ভর্তিযুদ্ধে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৮ জন

বশেমুরবিপ্রবি ভর্তিযুদ্ধে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৮ জন

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদনপত্র জমা পড়েছেন মোট ১ লাখ ৩১ হাজার ১১২টি।

এ বছর ৯টি ইউনিটের অধীনে ৩৪টি বিভাগের ২ হাজার ৭শ ৪৫ জন শিক্ষার্থীকে ভর্তি করানো হবে। এতে প্রতিটি আসনের বিপরীতে প্রায় ৪৮ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সূত্রে জানা যায়, আবেদনকারীদের মধ্যে ‘এ’ ইউনিটে ২২ হাজার ৩শ ৩১ জন, ‘বি’ ইউনিটে ১২ হাজার ৯শ ৯৯ জন, ‘সি’ ইউনিটে ২১ হাজার ১১৫ জন, ‘ডি’ ১৪ হাজার ৯শ ৭৭ জন, ‘ই’ ইউনিটে ২৫ হাজার ৫শ ৫৪ জন, ‘এফ’ ইউনিটে ১১ হাজার ৩শ ৩২ জন, ‘জি’ ইউনিটে ১২ হাজার ৬শ ৪২ জন, ‘এইচ’ ইউনিটে ৯ হাজার ২শ ৯৩ জন এবং ‘আই’ ইউনিটে ৮শ ৬৯ জন শিক্ষার্থীর ভর্তির আবেদন জমা পড়েছেন।

উল্লেখ্য, আগামী পহেলা নভেম্বর ‘এফ’ এবং ‘জি’, ২ নভেম্বর ‘ডি’ এবং ‘ই’, ৮ নভেম্বর ‘সি’ এবং ‘এইচ’, ৯ নভেম্বর ‘এ’, ‘বি’ এবং ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmrstu.edu.bd)  পাওয়া যাবে।

কেএসটি
 

আরও পড়ুন