• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০১৯, ০৯:১৩ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৬, ২০১৯, ০৯:১৩ পিএম

বেনাপোলে ৭ ভরি স্বর্ণ ও ৫ ভরি রুপা চুরি

বেনাপোলে ৭ ভরি স্বর্ণ ও ৫ ভরি রুপা চুরি
চুরির সময় চোরেরা ঘরের জিনিসপত্র তছনছ করে  -  ছবি : জাগরণ

যশোরের বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মনিরুজ্জামান মনুর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ওই বাড়ি থেকে সাত ভরি স্বর্ণ, পাঁচ ভরি রুপা, ১৬ হাজার টাকা দামের একটি মোবাইল ফোন ও পোস্ট অফিসের ১০ লাখ টাকার একটি ফিক্সড ডিপোজিট বই চুরি করে নিয়ে গেছে।

বাড়ির মালিক মনিরুজ্জামান মনু জানান, বুধবার (১৬ অক্টোবর) দুপুরের দিকে এই চুরি সংঘটিত হয়েছে। এ সময় পরিবারের কেউই বাড়িতে ছিল না। বাড়ির পেছন দিক দিয়ে চোরেরা বাড়ির মধ্যে ঢুকে ঘরের দরজার তালা ভেঙে আলমারিতে রাখা স্বর্ণসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। বিষয়টি বেনাপোল পোর্ট থানাকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, ঘটনাটি শোনার সাথে সাথে এসআই নাজমুলের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়েছে। চুরির বিষয়টির তদন্ত চলছে। খুব শিগগির চোর ধরা পড়বে বলে তিনি জানান।

এনআই

আরও পড়ুন