• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০১৯, ১০:০৫ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৮, ২০১৯, ১০:০৫ এএম

মা ইলিশ শিকারে ৮ জেলেকে ১ বছরের কারাদণ্ড

মা ইলিশ শিকারে ৮ জেলেকে ১ বছরের কারাদণ্ড
আটক ৮ জেলে- ছবি: জাগরণ

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ শিকার করায় ৮ জেলেকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ভ্রাম্যমাণ আদালত অভিযান কালে তাদের কাছ থেকে ১ হাজার মিটার কারেন্ট জাল ও ৪০ কেজি ইলিশ মাছ জব্দ করেছেন। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ শিবালয়ের পদ্মা- যমুনায় এ অভিযান পরিচালনা করেন। 

ভ্রাম্যমাণ আদালত অভিযান- ছবি: জাগরণ

তিনি জানান, ওই দিন বিকাল থেকে রাত ৯টা পযর্ন্ত উপজেলার জাফরগঞ্জ ও পাটুরিয়া সংলগ্ন নদীতে এবং নদী তীরবর্তী বিভিন্ন পয়েন্টে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ০৮ জেলেকে নদীতে ইলিশ শিকার করা অবস্থায় হাতেনাতে আটক করা হয়। এদেরকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া প্রায় ১ হাজার মিটার কারেন্ট জাল ও প্রায় ১ মন মা ইলিশ জব্দ করা হয়েছে। কারেন্ট জাল নিয়ম মাফিক ধ্বংস করা হয়েছে। ৪টি মাছ ধরার ট্রলার ডুবিয়ে দেয়া হয়েছে। ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আতিয়ার রহমান ও থানা পুলিশের টিম। 


টিএফ
 
 

আরও পড়ুন