• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০১৯, ১০:৩২ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৮, ২০১৯, ১০:৩২ এএম

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

ময়মনসিংহের গফরগাঁওয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুল মোতালেব (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি মোতালেব ডাকাত সর্দার এবং একাধিক মামলার আসামি। সে গফরগাঁও উপজেলার রসুলপুরের ছয়ানী গ্রামের কেতু শেখ ওরফে আব্দুল গফুরের ছেলে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় গফরগাঁও-রসুলপুর আঞ্চলিক সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ডাকাতদল। গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশের দুটি টিম অভিযান চালায় সেখানে। ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। এ সময় সহযোগীরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় মোতালেব নামে একজনকে আটক করে পুলিশ। 

আহত মোতালেবকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোতালেবের বিরুদ্ধে ৫টি ডাকাতির মামলা রয়েছে। এ ঘটনায় আক্রাম হোসেন নামে পুলিশের এক এসআই আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ১০ রাউন্ড গুলি ও বেশ কিছু কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে বলেও ওসি জানান।


টিএফ

আরও পড়ুন