• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০১৯, ০৯:৪২ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৯, ২০১৯, ০৯:৪২ পিএম

জুড়ীতে ১৮ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

জুড়ীতে ১৮ দিন পর কবর থেকে লাশ উত্তোলন
আদালতের নির্দেশে কবর থেকে তোলা হলো ধন মিয়ার লাশ  -  ছবি : জাগরণ

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মৃত্যুর ১৮ দিন পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে সবজি বিক্রেতা মোহাম্মদ আলী ধন মিয়ার (৪২) লাশ উত্তোলন করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের কবরস্থান থেকে লাশ উত্তোলন করে মৌলভীবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মোহাম্মদ আলী ধন মিয়া উপজেলার বেলাগাঁও গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। তিনি জুড়ী শহরের ডাকঘর সড়কে সবজির ব্যবসা করতেন।

লাশ উত্তোলনকালে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, পিবিআই মৌলভীবাজারের প্রধান ও অতিরিক্ত পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পিবিআই পরিদর্শক আতিকুর রহমান, শিবিরুল ইসলাম, মো. নজরুল ইসলাম, উপপরিদর্শক হাসানুজ্জামান, জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার ও জায়ফরনগর ইউপির চেয়ারম্যান মাছুম রেজা।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর সকালে স্থানীয় একটি আবাসিক হোটেলের কক্ষে ধন মিয়ার লাশ পাওয়া যায়। এ ঘটনায় ধন মিয়ার ভাতিজা জসিম উদ্দিন ২ অক্টোবর মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত আবেদন আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইতে পাঠান।

এনআই

আরও পড়ুন