• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২০, ২০১৯, ০৭:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২০, ২০১৯, ০৭:৫৫ পিএম

বগুড়ায় সেপটিক ট্যাংকের গ্যাসে দুই নির্মাণশ্রমিক নিহত

বগুড়ায় সেপটিক ট্যাংকের গ্যাসে দুই নির্মাণশ্রমিক নিহত
নিহত দুই নির্মাণশ্রমিক মহিদুল ও মিনহাজুল  -  ছবি : জাগরণ

বগুড়ার ধুনটে সেপটিক ট্যাংকের গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। রোববার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নির্মাণশ্রমিকরা হলেন বগুড়ার গাবতলী উপজেলার তল্লাতলা গ্রামের সৈয়দ আলীর ছেলে মহিদুল ইসলাম (৩৫) ও একই গ্রামের তাজেম মণ্ডলের ছেলে মিনহাজুল (২৭)।

স্থানীয়রা জানায়, কাহালু উপজেলার নাংলু গ্রামের বেলাল হোসেন আকন্দের বাড়িতে টয়লেটের সেপটিক ট্যাংকের নির্মাণকাজ চলছিল। কয়েক দিন আগে ওই সেপটিক ট্যাংকের ছাদ ঢালাই দেয়া হয়। রোববার সকালে নির্মাণশ্রমিক মহিদুল ও মিনহাজুল ওই ট্যাংকের ঢালাই কাজে ব্যবহৃত শাটারিং কাঠ খোলার জন্য ট্যাংকের ভেতরে প্রবেশ করলে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

এ ব্যাপারে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, নিহত দুই নির্মাণশ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

এনআই

আরও পড়ুন