• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ২০, ২০১৯, ০৯:২৬ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২০, ২০১৯, ০৯:২৬ পিএম

৬ দফা দাবিতে কাল ভোলায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা

৬ দফা দাবিতে কাল ভোলায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা
ভোলা প্রেসক্লাবের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ  -  ছবি : জাগরণ

ভোলায় পুলিশ-মুসল্লি সংঘর্ষের ঘটনায় ৪ মুসল্লি নিহত হওয়ার প্রতিবাদে ৬ দফা দাবিতে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রোববার (২০ অক্টোবর) বিকাল ৪টার দিকে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় তারা সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ নামের নতুন একটি সংগঠনের নাম ঘোষণা করেন। আগামীকাল সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টায় ভোলা সরকারি স্কুল মাঠে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে এক প্রতিবাদ সমাবেশের ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা।

তারা ভোলা প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় বক্তব্যে ৬ দফা ঘোষণা করেন।
৬ দফা হলো : ১. মহানবী (সা.) কে গালি দেওয়া বিপ্লব চন্দ্র শুভর ফাঁসি কার্যকর, ২. নিহত শহীদদের লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা, ৩. সংঘর্ষের ঘটনায় আহতদের সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করা, ৪. বোরহানউদ্দিনের থানার ওসি ও ভোলার পুলিশ সুপারকে প্রত্যাহার করা, ৫. নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং ৬. সংঘর্ষের সময় গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

মাওলানা মো. বশির উদ্দিনের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন সর্বদলীয় ঐক্য পরিষদের সদস্যসচিব মাওলানা মো. মিজানুর রহমান, মাওলানা তাজ উদ্দিন ফারুকী। বক্তারা আগামীকাল সোমবারের মধ্যে তাদের ৬ দফা দাবি না মানলে লাগাতার আন্দোলনের ঘোষণা দেবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এনআই

আরও পড়ুন