• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৯, ০৯:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২২, ২০১৯, ০৯:৩৩ পিএম

মানিকগঞ্জে মা ইলিশ শিকারের দায়ে ১২ জনের জেল-জরিমানা

মানিকগঞ্জে মা ইলিশ শিকারের দায়ে ১২ জনের জেল-জরিমানা
আটককৃত জেলেরা -ছবি : জাগরণ

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ শিকারের দায়ে দুটি পৃর্থক অভিযানে ১২ জেলেকে জেল-জরিমানা করেছেন ভ্রম্যমাণ আদালত। এরমধ্যে ৬ জনকে ১ বছরের কারাদণ্ড এবং অন্য ৬ জনকে ৩ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) যমুনা ও পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রথমে যমুনা নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ শিকারের দায়ে ৮ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ এবং নিয়মমাফিক ধ্বংস করা হয়। আটককৃত ৮ জনের মধ্যে ৬ জনকে ১ বছরের কারাদণ্ড এবং ২ জনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ।

এদিকে পদ্মা নদীতে মাছ ধরতে নামার সময় ৪ জনকে আটক করা হয়। তাদের ২০ হাজার টাকা অর্থদণ্ড করেন সহকারী কমিশনার ভূমি জাকির হোসেন। অভিযানে সহযোগিতা করেন শিবালয় মৎস অধিদফতর ও নৌ পুলিশ। দণ্ডপ্রাপ্তরা হলেন- পাবনা ও রাজবাড়ী জেলার বাসিন্দা।

একেএস

আরও পড়ুন