• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৯, ০৮:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৩, ২০১৯, ০৮:৩৮ পিএম

বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে : মেনন

বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে : মেনন
দোহারে ঢাকা জেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলনে বক্তব্য দেন রাশেদ খান মেনন - ছবি : জাগরণ

সন্ত্রাস, মাদক, দুর্নীতি, বৈষম্য, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ রুখতে ১৪ দলীয় জোট গঠিত হয়েছিল। এর ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় ঢাকার দোহার উপজেলার করম আলীর মোড়ে ঢাকা জেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি এ কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। নারীর ক্ষমতায়ন, শিক্ষায় দেশ এগিয়ে চলেছে। তাই দেশের সার্বিক উন্নয়নকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেকোনো কিছুর বিনিময়ে ১৪ দলের ঐক্য অবশ্যই অটুট রাখতে হবে। তবেই আমরা মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে পারব।

ঢাকা জেলা সভাপতি আব্দুল বারেকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড  নুরুল হাসান, মাহমুদুল হাসান মানিক, কেন্দ্রীয় সদস্য করম আলী, জেলা সাধারণ সম্পাদক আজহারুল হক, নবাবগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাইদুর রহমান সাইদ, দোহার উপজেলার সভাপতি নাসির উদ্দিন পল্লব প্রমুখ।

এনআই

আরও পড়ুন