• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০১৯, ১১:০২ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৫, ২০১৯, ১১:০২ এএম

বগুড়ায় বাস উল্টে মা-মেয়েসহ নিহত ৩

বগুড়ায় বাস উল্টে মা-মেয়েসহ নিহত ৩

বগুড়ার শিবগঞ্জে বাস উল্টে মা ও শিশু কন্যাসহ তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৬ জন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার বগুড়-রংপুর মহাসড়কের রহবল পুলিশ বক্সের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলার বহরা গ্রামের মনোয়ার হোসেনের স্ত্রী শাবনুর বেগম (২২) ও তার আড়াই বছরের শিশু কন্যা মুনজিলা এবং দিনাজপুরের কাহারোল উপজেলার তারাগাও গ্রামের আল আমিনের তিন বছর বয়সী শিশু সন্তান মেহেদী হাসান।

পুলিশ জানায়, ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী রাহবার এন্টারপ্রাইজের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৫২৭৫৮) রহবল পুলিশ বক্সের সামনে পৌঁছিলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ঐ তিনজন নিহত হন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশি হেফাজতে রয়েছে। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনায় আহতদের গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

কেএসটি

আরও পড়ুন