• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০১৯, ০৪:১৯ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৬, ২০১৯, ০৪:১৯ পিএম

বরগুনায় ইয়াবাসহ ২ বোন আটক

বরগুনায় ইয়াবাসহ ২ বোন আটক
ইয়াবাসহ আটক দুই বোন বিথি ও লামিয়া  -  ছবি : জাগরণ

বরগুনার আমতলীতে ইয়াবাসহ দুই বোনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-আমতলীগামী লঞ্চ এমভি ইয়াদ থেকে বিথি আক্তার (২২) ও তার ছোট বোন লামিয়াকে (১৬) বিশেষভাবে লুকিয়ে রাখা ৫৯০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার জানিয়েছেন, এসআই ফয়সালের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করেছে।

বিথি ও লামিয়া আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামের আবদুল খালেক হাওলাদারের মেয়ে। তাদের মধ্যে বিথি আক্তারের বিয়ে হয়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামের তৈয়ব আলী সিকদারের ছেলে মিজানুর রহমানের সাথে। মিজানুর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

আমতলী থানার এসআই ফয়সাল জানিয়েছেন, মিজানুর তার স্ত্রী ও শ্যালিকাকে দিয়ে ইয়াবা আনিয়ে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালাচ্ছেন। শনিবার মিজান ওই লঞ্চে ছিলেন। অভিযানের সময় কৌশলে স্ত্রী ও শ্যালিকাকে রেখে তিনি পালিয়ে গেছেন। ইয়াবাগুলো তিনটি জিপার প্যাকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা হয়েছিল।

আমতলী থানার ওসি আবুল বাশার জানিয়েছেন, তাদের দুই বোনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এনআই

আরও পড়ুন