• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০১৯, ০৯:৪৫ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৭, ২০১৯, ০৯:৪৫ এএম

বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) রাতে ফল প্রকাশ করা হয়েছে বলে জানান বুয়েটের জনসংযোগ কর্মকর্তা শফিউর রহমান।

প্রাথমিক যাচাই-বাছাই শেষে এ বছর ১২ হাজার ১৬১ জন শিক্ষার্থী বুয়েটের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। এরমধ্যে ১০৬০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে। উত্তীর্ণ বাকি পরীক্ষার্থীদের অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। ভর্তি পরীক্ষার ফল বুয়েটের ওয়েবসাইটে (www.buet.ac.bd) পাওয়া যাবে।

শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকে কেন্দ্র করে নানা ঘটনাপ্রবাহের পর গত ১৪ অক্টোবর দুই শিফটে বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসএমএম

আরও পড়ুন