• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০১৯, ১০:২৫ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৮, ২০১৯, ১০:২৭ এএম

ময়মনসিংহে কর্কশিটের গোডাউনে আগুন, নিহত ১

ময়মনসিংহে কর্কশিটের গোডাউনে আগুন, নিহত ১

ময়মনসিংহ শহরের আমপট্টি এলাকায় একটি কর্কশিটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে সুমন (২৫) নামের এক যুবক মারা গেছেন। সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিনমণি শর্মা বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে আমরা আগুন লাগার সংবাদ পাই। পরে দ্রুত ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পর এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ওই গোডাউনের সব মালামাল পুড়ে গেছে। পরে উদ্ধার অভিযানে গোডাউনের পাশের কক্ষে ঘুমন্ত অবস্থায় দগ্ধ একজনের মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গোডাউনের কর্মচারী ছিল। তার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা এলাকায়।

তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণের চেষ্টা চলছে।

এর আগে, রোববার (২৭ অক্টোবর) সাড়ে ১১টায় নগরীর সূচনা সেন্টার পয়েন্ট নামে একটি শপিংমলে অগ্নিকাণ্ডে পুড়ে যায় তিনটি কাপড়ের দোকান। 

এফসি

আরও পড়ুন