• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০১৯, ০৫:২০ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৮, ২০১৯, ০৫:২০ পিএম

খুলনায় মোবাইল ফোন ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

খুলনায় মোবাইল ফোন ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

খুলনায় মোবাইল ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে নগরীর নিরালা সিটি কলেজ ছাত্রাবাসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বিভিন্ন ব্রান্ডের ১২টি স্মার্টফোন উদ্ধার করা হয়।  গ্রেফতাররা হলেন, হাসানুল হক স্বাধীন, জি এম শাহনেওয়াজ বাশার শুভ, ফারুক শেখ, আজগর হোসেন ও আবু তালহা। তারা নগরীর নিরালা প্রান্তিক আবাসিক এলাকার বিভিন্ন বাড়িতে ভাড়া থাকে।

নগরীর সোনাডাঙ্গা থানার এসআই সুকান্ত দাশ জানান, এই ছিনতাইকারী চক্রটি দীর্ঘদিন ধরে মোটরসাইকেলে করে রিকশা ও ইজিবাইক যাত্রীদের মোবাইল ফোন ছিনতাই করে আসছিলো। গত বোরবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিটি কলেজ ছাত্রাবাসের সামনে থেকে এই চক্রের প্রধান স্বাধীনসহ ৫ জনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে রাতভর অভিযান চালিয়ে ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, মোবাইল ফোন উদ্ধারের ঘটনায় এসআই সুকান্ত দাস বাদি হয়ে মোবাইল চোর চক্রের সদস্যদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

কেএসটি

আরও পড়ুন