• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০১৯, ০৫:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৯, ২০১৯, ০৫:৫৮ পিএম

টঙ্গীতে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৮

টঙ্গীতে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৮
র‌্যাবের হাতে আটক ৮ ডাকাত  -  ছবি : জাগরণ

গাজীপুর মহানগরীর টঙ্গীর চেরাগআলী ট্রাক স্ট্যান্ড এলাকায় সোমবার (২৮ অক্টোবর) রাত ১১টায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৮ ডাকাতকে আটক করেছেন র‌্যাব-১ এর সদস্যরা।

আটককৃতরা হলো শহিদ আকন্দ (৪২), জাকির হোসেন ওরফে কামাল (৩৫), শাজাহান (৩৫), মাহাবুব মানিক (৩১), বাবু ইসলাম ওরফে পিচ্চি বাবু (২৮), আল আমিন হোসেন (৩৬), নুর ইসলাম (২৯) ও আর্জিনা বেগম (২৩)। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি শর্টগান, ৪ রাউন্ড কার্তুজ, ১টি পিস্তল কভার, ১টি প্রাইভেটকার, ২টি ওয়াকিটকি সেট, ৩টি ডিবি লেখা জ্যাকেট, ৪টি ধারালো ছুরি, ১টি চাপাতি, ২০টি মোবাইল ফোন, ১টি কাটার, ১টি গ্রান্ডিং মেশিন, ১টি হেক্স ব্লেড, ৮টি গাড়ির নাম্বার প্লেট, ৩টি তালা, ৪টি ওয়াকিটকি ও নগদ ৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) আটককৃতদের জিএমপির টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব জানায়, সোমবার রাত পৌনে ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে টঙ্গী ট্রাক স্ট্যান্ডের সামনে সংঘবদ্ধ ডাকাতদল ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার এএসপি সালাহ উদ্দিনের নেতৃত্বে র‌্যাব-১ এর একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।

আটককৃতরা র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানায়, ২০১৩ সাল থেকে ১৫-১৬ জনের সংঘবদ্ধ ডাকাত দলটি ডিবি জ্যাকেট, ওয়াকিটকি ব্যবহার করে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

এনআই

আরও পড়ুন