• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০১৯, ০৬:১৬ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৯, ২০১৯, ০৬:১৬ পিএম

হিলিতে ভাইফোঁটা উৎসব পালিত

হিলিতে ভাইফোঁটা উৎসব পালিত
ভাইয়ের কপালে ফোঁটা দিচ্ছেন বোন  -  ছবি : জাগরণ

ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, এমন বিশ্বাসে দিনাজপুরের হিলিতে হিন্দু ধর্মাবলম্বীদের ভাইফোঁটা উৎসব পালিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল থেকেই হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে উৎসবের আমেজ তৈরি হয়। প্রতিটি পরিবারের বোনেরা এই উৎসবকে ঘিরে তাদের বাবার বাড়িতে আসেন এবং ভাইয়েরা উপস্থিত হন বোনের আশীর্বাদ নিতে। এই শুভ দিনটিতে বোনেরা ললাটে তিলক কেটে ভাইয়ের মঙ্গল কামনায় পূজা করেন। ভাই ছোট হলে ধান-দূর্বা দিয়ে, আর বড় বোন আশীর্বাদ করে দীর্ঘায়ু কামনা করে। আর বড় ভাই হলে প্রণাম করে ধান-দূর্বা দিয়ে আশীর্বাদ গ্রহণ করে বোন।

এই দিনটি ভাইবোনের মিলনের দিন হিসেবে পালিত হয়ে আসছে বহু বছর ধরে। বোনেরা নিজের ভাইয়ের সুস্বাস্থ্য, অমরত্ব, দীর্ঘায়ু কামনা করেন এই দিনটিতে। বর্তমানে অধিকাংশ সংসার খুব ছোট, কোনো পরিবারে ভাই আছে কিন্তু বোন নেই, আবার কোথাও উল্টোটা দেখা যায়। সে ক্ষেত্রে ভাই-বোন পাতিয়ে এই উৎসবটি পালন করা হয়। এই সম্পর্কই যেন অটুট বন্ধন হিসেবে থাকে, সেই কামনা করা হয়।

এনআই