• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ৩, ২০১৯, ০২:১৯ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৩, ২০১৯, ০২:২০ পিএম

হিলিতে পেঁয়াজের মূল্য বৃদ্ধি রুখতে অভিযান

হিলিতে পেঁয়াজের মূল্য বৃদ্ধি রুখতে অভিযান

পেঁয়াজ মজুদ করে কেউ যেন কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে পেঁয়াজের মূল্যবৃদ্ধি না করতে পারে সে লক্ষ্যে হিলিতে কাঁচা বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুটি দোকানিকে জরিমানা ও সকল দোকানে মূল্য তালিকা টাঙানোর নির্দেশনা প্রদান করা হয়।

রোববার (৩ নভেম্বর) দুপুর ১টার দিকে বাংলাহিলি কাঁচা বাজারে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল রাফিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা ও মূল্য তালিকা টাঙানোর নির্দেশনা প্রদান করেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল রাফিউল আলম জানান, সারা দেশেই পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখি, সে লক্ষ্যে হিলিতে কেউ যেন পেঁয়াজ মজুদ করে কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে পেঁয়াজের মূল্য বৃদ্ধি না করতে পারে সে উদ্দেশ্যে নিয়মিত পেঁয়াজের বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজ হিলির কাঁচা বাজারে অভিযান চালানো হয়েছে। এসময় দুটি দোকানিকে এনালগ পাল্লা ব্যবহার করায় জরিমানা করা হয়েছে। সেই সাথে সকল ব্যবসায়ীদের মূল্য তালিকা টাঙানোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

কেএসটি
 

আরও পড়ুন