• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৬, ২০১৯, ০৩:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৬, ২০১৯, ০৩:৩৮ পিএম

দেড় ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল

দেড় ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল

দেড় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সকালে বিরামপুর স্টেশনের পলাশবাড়ি রেলগেটের উত্তর পাশে প্রায় দেড় ফুট লাইন ভাঙে যাওয়ায় রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

লাইন মেরামতের পর বেলা ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ট্রেন এক্সপ্রেস বিরামপুর স্টেশন ছেড়ে যায়।

বিরামপুর রেলস্টেশনের মাস্টার মিজানুর রহমান জানান, স্থানীয়রা লাইন ভাঙা দেখে বিরামপুর স্টেশন মাস্টারকে খবর দেয়। পরে স্টেশন মাস্টার ঊর্ধ্বতন কর্মকতাকে অবহিত করলে- ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ট্রেনটি পাচঁবিবি স্টেশনে এবং খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেসকে বিরামপুর স্টেশনে থামিয়ে রাখে। পরে দেড় ঘণ্টা রেল লাইন মেরামত শেষে আবারো ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
 
কেএসটি

আরও পড়ুন