• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৭, ২০১৯, ০৬:৩০ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৭, ২০১৯, ০৬:৩০ পিএম

বগুড়ায় ট্রাকচাপায় পা হারালেন ধান ব্যবসায়ী

বগুড়ায় ট্রাকচাপায় পা হারালেন ধান ব্যবসায়ী

বগুড়ায় ট্রাকচাপায় পা হারালেন আক্কাস আলী সরদার (৩৫) নামের এক ধান ব্যবসায়ী। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলার নন্দীগ্রাম উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের মথুরাপুর নামক স্থানে নাটোরগামী বিআরটিসি একটি ট্রাক তাকে চাপা দেয়।

আক্কাস আলী সরদার নাটোর জেলার সিংড়া উপজেলার হাটপুকুরিয়া গ্রামের আজাহার আলী সরদারের ছেলে।

জানা গেছে, আক্কাস আলী মোটরসাইকেলযোগে বাড়ি থেকে নন্দীগ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের মথুরাপুর নামক স্থানে পৌঁছালে নাটোরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা ট্রাকটিকে আটক করে ও আহত আক্কাস আলীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আহত আক্কাস আলীর ছোট ভাই আবু হানিফ জানান, প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা জানিয়েছেন, তার বাম পা কেটে বিচ্ছিন্ন করতে হবে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (ছিলিমপুর) উপপরিদর্শক আব্দুল আজিজ মণ্ডল জানান, গুরুতর আহত অবস্থায় তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে।

এনআই

আরও পড়ুন