• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৮, ২০১৯, ০২:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৮, ২০১৯, ০৩:১৫ পিএম

পঞ্চগড়ে বাসচাপায় নিহত ৫  

পঞ্চগড়ে বাসচাপায় নিহত ৫    
দুর্ঘটনা কবলিত ইজিবাইক ও বাস

পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে যাত্রীবাহী বাস চাপায় ইজিবাইকে থাকা ৫ যাত্রী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। 

শুক্রবার (০৮ নভেম্বর) দুপুর ২টার দিকে মহাসড়কের মাগুরমাড়ি চৌরাস্তা আমতলী এলাকায় মর্মান্তিক ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।

এদিকে উদ্ধার কাজে অংশ নেওয়া হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সাংবাদিকদের ওপর হামলা করেছে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন। এসময় হামলায় তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) রাজিবুল, কনস্টেবল রিপন, সফিউল ও স্থানীয় সাংবাদিক দিদার হোসেন বাদশা আহত হয়েছেন।

তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) রাজিবুল এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, বিক্ষুব্ধ লোকজন ঘটনাস্থলে উপস্থিত হাইওয়ে পুলিশের ওপর হামলা করলে পুলিশ সদস্যরা স্থানীয় মাগুরমাড়ি বিওপি ক্যাপে গিয়ে আশ্রয় নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বিওপি ক্যাম্পের গেটের সামনের রাস্তায় স্থানীয়রা অবস্থান নিয়ে  বিক্ষোভ করছে। 

ওই ক্যাম্পের কোম্পানি কমান্ডার চাইলা প্রু মার্মা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে। দ্রুতই সবকিছু স্বাভাবিক হবে বলে আশা করছি।

বিএস