• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৯, ২০১৯, ০৮:১৭ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৯, ২০১৯, ০৮:১৭ পিএম

গ্রামবাসীর লাল পতাকা উত্তোলন

অল্পের জন্য রক্ষা পেল দ্রুতযান এক্সপ্রেস

অল্পের জন্য রক্ষা পেল দ্রুতযান এক্সপ্রেস
লাল পতাকা উত্তোলন করায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন  -  ছবি : জাগরণ

অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন পঞ্চগড়-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের তিন শতাধিক যাত্রী। রেললাইন দেবে ও ফিস প্লেট ভেঙে যাওয়ায় পার্বতীপুর-পঞ্চগড় রুটে প্রায় ১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এ সময় গ্রামবাসী লাল পতাকা উত্তোলন করে ট্রেন থামানোয় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা।

শনিবার (৯ নভেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে ট্রেনটি পার্বতীপুর-চিরিরবন্দর রেলপথের মধ্যবর্তী হোসেনপুর এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন লাল কাপড় টাঙিয়ে ট্রেনটিকে থামান। পরে রেললাইনের অংশটি মেরামত করে ৮টা ১০ মিনিটে ট্রেনটি পুনরায় দিনাজপুর অভিমুখে ছেড়ে যায়।

দ্রুতযান এক্সপ্রেসের পরিচালক (গার্ড) আজিজার রহমান বলেন, পার্বতীপুর থেকে ট্রেনটি ছেড়ে আসার পর চিরিরবন্দর রেলস্টেশন পৌঁছানোর আগে হোসেনপুর এলাকায় স্থানীয় লোকজনের বুদ্ধিমত্তায় দুর্ঘটনার কবল থেকে ট্রেনটি রক্ষা পায়। তিনি বলেন, এসি বার্থ, এসি চেয়ার, শোভন চেয়ারসহ ১১ কোচের ট্রেনটিতে তিন শতাধিক যাত্রী ছিলেন।

পার্বতীপুর রেলস্টেশনের সহকারী মাস্টার আব্দুল মতিন বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এনআই

আরও পড়ুন