• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১০, ২০১৯, ১০:০৩ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১০, ২০১৯, ১০:০৩ এএম

হবিগঞ্জে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১০ যাত্রী আহত

হবিগঞ্জে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১০ যাত্রী আহত

হবিগঞ্জে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১০ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার লস্করপুর রেলগেটে এ দুর্ঘটনাটি ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, সিলেট শাহজালাল মাজার জিয়ারত শেষে একটি মাইক্রোবাস ঢাকা ফিরছিল। শনিবার রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের লস্করপুর রেল ক্রসিং অতিক্রম করছিল। এ সময় আখাউড়া থেকে সিলেটগামী একটি লোকাল ট্রেন মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে মাইক্রোবাসটি ধুমড়ে-মুছড়ে যায়।

এতে মাইক্রোবাসের ১০ যাত্রী আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাদের অবস্থা গুরুত্বর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।

হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শামীমা আক্তার জাননা, আহতদের অবস্থায় আশঙ্কাজনক হওয়ার কারণে তাদেরকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

কেএসটি

আরও পড়ুন