• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৯, ০২:৩০ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১২, ২০১৯, ০২:৩০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা

মজিবুর-কুলসুম দম্পতির বাড়িতে কান্নার রোল

মজিবুর-কুলসুম দম্পতির বাড়িতে কান্নার রোল

বাড়িতে আসা হলো না মজিবুর রহমান ও তার স্ত্রী কুলসুম বেগমের। সিলেটের শ্রীমঙ্গল থেকে রাতে উদয়ন এক্সপ্রেসে লাকসাম হয়ে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় আসার কথা। তবে বাড়িতে আসা হবে স্বামী-স্ত্রী। তবে জীবিত নয় মৃত।

মা-বাবার মৃত্যুর খবর পেয়ে গ্রামের বাড়িতে থাকা ছোট ছেলে চাচাকে নিয়ে ছুটে গেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে বাড়িতে গিয়ে দেখা যায় আত্মীয় স্বজনদের কান্নার রোল। 

সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত তিনটায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ স্টেশন এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথার ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়নের ৬ নং ওয়ার্ড রাজারগাঁও বেপারী বাড়ির মুজিবুর রহমান (৫০) ও কুলসুমা বেগম (৪২) মারা যান।

মুজিবুর রহমানের বাড়ির মাওলানা ওসমান গনি বলেন, মজিব স্ত্রী-সন্তান নিয়ে শ্রীমঙ্গলে ব্যবসা করেন। তাদের দাম্পত্য জীবনের তিনটি ছেলে সন্তান রয়েছে।  

এলাকার বাসিন্দা আলমগীর হোসেন ও মমিন মোল্লা বলেন, সকালে ঘুম থেকে উঠে দুর্ঘটনার খবর শুনে এলাকাবাসীয় শোকের মাতম বইছে।

কেএসটি

আরও পড়ুন