• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৯, ০৮:২৯ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১২, ২০১৯, ০৮:২৯ পিএম

ইবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

ইবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ
আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করা হচ্ছে  -  ছবি : জাগরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. লোকমান হোসাইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, প্রক্টর ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ফ ম আকবর হোসাইন, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, আল হাদিস বিভাগের অধ্যাপক ড. আশরাফুল আলম।

সংশ্লিষ্ট ইউনিট সূত্রে জানা যায়, এ বছর ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে মোট ১ হাজার ৮৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে মোট ৪৬৪ জন শিক্ষার্থী কৃতকার্য হন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে ২৪০ জনকে মেধা তালিকায় রাখা হয়েছে। বাকি ২২৪ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। লিখিত পরীক্ষায় পাসের ওপর ভিত্তি করে এই মেধাতালিকা প্রকাশ করা হয়।

‘এ’ ইউনিটের ফলাফল  বিশ্ববিদ্যালয়ের  নিজস্ব ওয়েবসাইটে (www.iuac.bd) পাওয়া যাবে।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩টি বিভাগের মোট ২৪০টি আসনে ২ হাজার ২৩২টি আসনের বিপরীতে ভর্তির আবেদন করেন।

এনআই

আরও পড়ুন