• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০১৯, ০৫:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৩, ২০১৯, ০৫:৩৫ পিএম

গাইবান্ধায় নিশ্চিত হলো শতভাগ বিদ্যুৎ

গাইবান্ধায় নিশ্চিত হলো শতভাগ বিদ্যুৎ

গাইবান্ধায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে সরাসরি গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও ফুলছড়ি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তিনি প্রাথমিকভাবে গাইবান্ধার সাত উপজেলার মধ্যে তিন উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে সব উপজেলায় শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করা হবে।

বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যুৎ বিভাগের আয়োজনে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৭টি বিদ্যুৎকেন্দ্র ও দেশের অন্য ২৩ উপজেলার সাথে গাইবান্ধার তিনটি উপজেলাকে শতভাগ বিদ্যুতের উপজেলা হিসেবে ঘোষণা করেন।

ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল মতিন, পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সদর উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান মোখছেদ চৌধুরী বিদ্যুৎ, ফুলছড়ির উপজেলা চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ প্রমুখ।

এনআই

আরও পড়ুন