• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০১৯, ০৮:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৩, ২০১৯, ০৮:৪৩ পিএম

মুক্তাগাছায় কবরে লাশ না পেয়ে থানায় অভিযোগ

মুক্তাগাছায় কবরে লাশ না পেয়ে থানায় অভিযোগ
গোরস্থান থেকে উধাও লাশ  -  ছবি : জাগরণ

ময়মনসিংহের মুক্তাগাছায় কবরে একজন নারী ও দুজন পুরুষের লাশ খুঁজে না পেয়ে থানায় চুরির অভিযোগ করেছেন গোরস্থান পরিচালনা কমিটির সভাপতি।

বুধবার (১৩ নভেম্বর) বিকালে থানায় লিখিতভাবে এই অভিযোগ করা হয়। খোয়া যাওয়া লাশগুলো সেকান্দার আলী, শাওন এবং সুন্দরী বেগমের। মৃতরা উপজেলার বড়গ্রাম ইউনিয়নের বাহেঙ্গা, উজলাপাড়া এবং কেজাইকান্দা গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় বাহেঙ্গা কেজাইকান্দা মাদ্রাসা ও গোরস্থান কমিটির সভাপতি মো. আ. হালিম সরকার থানায় অভিযোগ করেন, ময়মনসিংহ ও জামালপুর জেলার সীমান্তবর্তী ওই গোরস্থানে ৪ নভেম্বর সন্ধ্যার পর থেকে ৫ নভেম্বর ভোর ৫টার মধ্যে লাশগুলো চুরি হয়। স্থানীয়ভাবে আমরা লাশ খোঁজাখুঁজি করে কোথাও পাইনি।

অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, লাশ শিয়ালে নিয়েছে নাকি চোর নিয়ে গেছে, তা বলতে পারেননি অভিযোগকারীরা। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

এনআই

আরও পড়ুন