• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০১৯, ০৪:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৪, ২০১৯, ০৪:৪৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা

জেলা প্রশাসনের তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

জেলা প্রশাসনের তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
ঘটনাস্থল পরিদর্শন করছেন তদন্ত কমিটির সদস্যরা  -  ছবি : জাগরণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দভাগ রেলস্টেশনে ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে ২য় কর্মদিবসে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়মের নেতৃত্বে ৩ সদস্যের দলটি ঘটনাস্থলে গিয়ে রেলওয়ের কর্মকর্তা ও স্থানীয়দের সাথে কথা বলে বিভিন্ন তথ্য-উপাত্ত গ্রহণ করে। এ সময় মিতু মরিয়ম বরেন, ‘যথাসময়ে তদন্ত প্রতিবেদন দাখিলের ব্যাপারে আমি আশাবাদী। আগামী রোববার ৩য় কর্ম দিবস শেষে তদন্ত প্রতিবেদন দাখিলের সম্ভাবনা রয়েছে।’

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেনসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। দুর্ঘটনা তদন্তে ৫টি কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১২ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দভাগে দুটি ট্রেনের সংঘর্ষে নারী, শিশুসহ ১৬ জন নিহত ও শতাধিক যাত্রী আহত হন।

এনআই

আরও পড়ুন