• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০১৯, ০৭:০৩ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৪, ২০১৯, ০৭:০৪ পিএম

কক্সবাজারে চলন্ত বাসে চালকের মৃত্যু

কক্সবাজারে চলন্ত বাসে চালকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় চলন্ত বাসে স্টিয়ারিংয়ে বসা অবস্থায় হার্ট অ্যাটাকে জহির আহম্মদ নামে এক চালকের মৃত্যু হয়েছে। তিনি অর্ধশত যাত্রী নিয়ে কক্সবাজার থেকে টেকনাফের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার কোটবাজার স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত জহির আহম্মদ উখিয়া উপজেলার পালংখালীর বাসিন্দা।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসচালক জহির অর্ধশত যাত্রী নিয়ে কক্সবাজার থেকে টেকনাফের উদ্দেশ্যে যাচ্ছিলেন। প্রায় ৩০ কিলোমিটার গাড়ি চালিয়ে সকাল ৯ টা নাগাদ যখন কোটবাজার স্টেশনে পৌঁছালে চলন্তবাসে তার হার্ট অ্যাটাক হয়। গাড়ি থামিয়ে স্টেয়ারিং ধরে বসে থাকা অবস্থাতেই তিরি হেলে পড়েন। পরে যাত্রীরা তাকে স্টেশনের লাগোয়া অরিজিন হাসপাতালে নিলে হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একেএস

আরও পড়ুন