• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০১৯, ০৭:৪২ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৪, ২০১৯, ০৭:৪২ পিএম

জেএসসির শেষ দিনে হরিরামপুরে ৪ শিক্ষার্থী বহিষ্কার

জেএসসির শেষ দিনে হরিরামপুরে ৪ শিক্ষার্থী বহিষ্কার

জেএসসি পরীক্ষার শেষ দিনে নকলের দায়ে মানিকগঞ্জের হরিরামপুরে চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে পরীক্ষা চলাকালে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো কলতা অভয়াচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আঁখি আক্তার, ঝিটকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ইতি আক্তার, মুন্নি আক্তার ও ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের মো. জয় মোল্লা।

ঝিটকা আনন্দ মোহন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব উদ্দিন জানান, বৃহস্পতিবার জেএসসির গণিত বিষয়ে পরীক্ষা চলছিল। পরীক্ষায় নকলের দায়ে ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আঁখি, ইতি, মুন্নি এবং ঝিটকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে জয়কে বহিষ্কার করা হয়।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এনআই

আরও পড়ুন