• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০১৯, ০৮:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৪, ২০১৯, ০৮:৫৪ পিএম

জেএসসিতে নকল সরবরাহকালে শিক্ষকের জেল-জরিমানা

জেএসসিতে নকল সরবরাহকালে শিক্ষকের জেল-জরিমানা

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পরীক্ষার্থীকে নকল সরবরাহের অভিযোগে সেতু আহমেদ নামের এক সহকারী শিক্ষকের দুই বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে রংপুর সদর উপজেলার শ্যামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ঘটে এ ঘটনা।

জানা গেছে, বৃহস্পতিবার ওই বিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে পরিদর্শনে আসেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব। এ সময় তিনি এক পরীক্ষার্থীকে নকল সরবরাহকালে ওই শিক্ষককে হাতেনাতে আটক করেন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ম্যাজিস্ট্রেট ওই শিক্ষকের দুই বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন।

এনআই

আরও পড়ুন