• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০১৯, ০৭:৩০ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৫, ২০১৯, ০৭:৩০ পিএম

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
দেবপুর গ্রামে মানুষের ভিড়- ছবি: জাগরণ

গাইবান্ধায় জমিতে পটল তুলতে গিয়ে মোফাজ্জল হোসেন কালু (৫০) নামের এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৭টায় গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের দেবপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত কালু গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের ছোট জামালপুরের মৃত আহম্মদ আলীর ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেবপুর গ্রামে আজ সকাল কালু তার নিজ জমিতে পটল তুলতে যায়। এসময় পটলের জমির উপর দিয়ে পার্শ্ববর্তী সাইদুর মিয়া ও নজরুল মিয়ার সেচ পাম্পের কারেন্টের তার বিছানো ছিল। জমিতে পটল তোলার জন্য গেলে পটলের মাচার উপরে পরে থাকা সেচ পাম্পের তারে হাত আটকে যায় কালুর। সেসময় তার চিৎকারে জমির আশপাশের লোকজন এগিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে এলাকাবাসী অভিযোগ করে বলেন, কয়েকদিন আগেও তারা সেচ পাম্পের মালিকদেরকে কারেন্টের তারের সংযোগ বিচ্ছিন্ন করার জন্য একাধিকবার অনুরোধ করেছিল। কিন্তু সে কথায় গুরুত্ব না দিয়ে বরং কারেন্টে ২/৪ জন ব্যক্তি মারা গেলেও তাদের কিছু আসে যায় না বলে মন্তব্য করেছিলেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান দৈনিক জাগরণকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না করায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

টিএফ

আরও পড়ুন