• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০১৯, ০৭:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৫, ২০১৯, ০৭:৫২ পিএম

ফেলে যাওয়া ২০ লাখ টাকা ফিরত পেলো মালিক

ফেলে যাওয়া ২০ লাখ টাকা ফিরত পেলো মালিক
বগুড়ায় ব্যবসায়ীর ফেলে যাওয়া ২০ লাখ ফেরত দিলেন রিকশাচালক। ইনসেটে রিকশাচালক লাল মিয়া- ছবি : সংগৃহীত

বগুড়ায় সার ব্যবসায়ীর ফেলে যাওয়া ২০ লাখ টাকার ব্যাগ ফেরত দিয়েছেন লাল মিয়া (৫৫) নামের এক রিকশা চালক।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাজারে ঘটনাটি ঘটে। বেলা সাড়ে ১১টায় বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা তার কার্যালয়ে উদ্ধার হওয়া টাকার ব্যাগ আনুষ্ঠানিকভাবে ব্যবসায়ী রাজীব প্রসাদের হাতে তুলে দেন।

ব্যবসায়ী রাজীব প্রসাদ জানান, তিনি নন্দীগ্রামের রনবাঘা বাজারে সারের ব্যবসা করেন। বসবাস করেন বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায়। আজ সকাল সোয়া ৭টায় জলেশ্বরীতলা কালীবাড়ি মোড় এলাকা থেকে একটি রিকশায় উঠে সাতমাথায় রাজশাহী রুটের বাস ধরার জন্য নামেন। তার সঙ্গে ছিল তিনটি ব্যাগ। কিন্তু ভুলবশত এর মধ্যে ২০ লাখ টাকা ভর্তি ব্যাগটি তিনি রিকশায় ফেলে যান। ১০ মিনিট পর ব্যাগটির কথা মনে হলে তিনি সাতমাথা এলাকায় রিকশাচালককে খুঁজতে থাকেন। এ সময় তিনি দ্রুত বিষয়টি বগুড়া সদর থানা-পুলিশকে জানান।

ব্যবসায়ী আরো জানান, তিনি পুরো টাকা ফেরত পেয়েছেন। রিকশাচালকের সততায় মুগ্ধ হয়েছেন তিনি। লাল মিয়া ভাড়া রিকশা চালাতেন। তার সততায় মুগ্ধ হয়ে তাকে নতুন একটি রিকশা কেনার জন্য ৫০ হাজার টাকা তাৎক্ষণিক দিয়েছেন রাজীব।

লাল মিয়া পুলিশকে জানান, তিনিও রিকশায় ফেলে যাওয়া টাকার মালিককে হন্যে হয়ে খুঁজেছিলেন। টাকার ব্যাগটি তিনি বাড়িতে যত্ন করে রেখেছিলেন। পরে বাড়িতে রেখে আসা টাকার ব্যাগটি পুলিশকে ফেরত দেন। এ সময় লাল মিয়াকে সঙ্গে নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে ব্যবসায়ী রাজীব প্রসাদের কাছে পুরো টাকা বুঝিয়ে দেয়া হয়।

টিএফ

আরও পড়ুন