• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০১৯, ০৮:১৮ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৫, ২০১৯, ০৮:১৮ পিএম

বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণ

চাঁদপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

চাঁদপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল
বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের প্রতিবাদে হেফাজতে ইসলামের বিক্ষোভ - ছবি : জাগরণ

ভারতে ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের প্রতিবাদে চাঁদপুরে হেফাজতে ইসলাম বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার (১৫ নভেম্বর) বাদ জুমা শহরের চিশতিয়া জামে মসজিদের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্য দেন হেফাজত ইসলাম চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসেন। সদস্য ফারুক মো. নোয়াইমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি মুফতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম আনোয়ারুল করিম, প্রচার সম্পাদক ওমর ফারুক, সদস্য মুফতি মো. নুরে আলম, তোফায়েল আহমেদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের কোথাও মন্দির, গির্জা ভেঙে মসজিদ নির্মাণ করা হয়েছে, এমন নজির নেই। কিন্তু ভারতে মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করার নজির সৃষ্টি হলো। আমরা পেঁয়াজ, ক্যাসিনো, আবরার হত্যাসহ কোনো কিছুর কথা বলতে আসিনি। আমরা এসেছি প্রতিবেশী রাষ্ট্রের মসজিদ গুঁড়িয়ে মন্দির নির্মাণ রায় দেয়ার প্রতিবাদ জানাতে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় এসে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

এনআই

আরও পড়ুন