• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৯, ০৩:২০ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৭, ২০১৯, ০৩:২০ পিএম

লক্ষ্মীপুরে বাস উল্টে ২১ যাত্রী আহত

লক্ষ্মীপুরে বাস উল্টে ২১ যাত্রী আহত

লক্ষ্মীপুরের কমলনগরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে নারী ও শিশুসহ অন্তত ২১ জন যাত্রী আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) দুপুরে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

উপজেলার চরলরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএইচএম আহসান উল্যাহ হিরন জানান, রামগতি থেকে লক্ষ্মীপুরগামী মিশু পরিবহনের যাত্রীবাহী একটি লোকাল বাস (ঢাকা মেট্টো ঝ-১১-০২৯৯) ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের নারী ও শিশুসহ বাসের অন্তত ২১ যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন ক্লিনিকে নিয়ে যান। পরে অবস্থার অবনতিতে আবদুল মুনাফ ও ছামেনা খাতুনকে সেখান থেকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুরুল আবছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেএসটি
 

আরও পড়ুন