• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৯, ০৪:১৭ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৭, ২০১৯, ০৪:১৭ পিএম

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে সংঘর্ষে চীনা শ্রমিকের মৃত্যু

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে সংঘর্ষে চীনা শ্রমিকের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের সংঘর্ষে ফিং লিউ জুন (৩৬) নামে এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে সং ঝিয়াং নামে অপর এক চীনা শ্রমিককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টায় ঘটনাটি ঘটে। নিহত চীনা শ্রমিক ফিং লিউ জুনের বাড়ি চীনের হিনান প্রদেশে। 

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের অন্য শ্রমিকদের কাছ থেকে জানা যায়, এ ঘটনার পর অন্য শ্রমিকরা সং ঝিয়াংকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সং ঝিয়াং (৩০) নামে এক চীনা শ্রমিককে আটক করে থানায় নিয়ে যায়।

বাংলাদেশ-চায়না পাওয়ার জেনারেশন কোম্পানীর (বিসিপিসিএল) উপ-বিভাগীয় প্রকৌশলী পিঞ্জুর রহমান জানান, ফিং লিউ জুন আর সং ঝিয়াং দু’জনই এক রুমে থাকে। চীনা শ্রমিক হিসেবে তারা পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করে। কাজ শেষে শনিবার সন্ধ্যার পর তারা দু’জন রুমে বসে গল্প করছিল। এরপর দু’জনে মিলে নুডুলস রান্না করে। নুডুলস খাওয়া নিয়ে দু’জনের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে সং ঝিয়াং ফল কাটার ছুরি দিয়ে ফিং লিউ জুনকে আঘাত করে। ছুরি ফিং লিউ জুনের বুকের বা পাশে আঘাত করে এবং ফিং মেঝেতে পড়ে যায়। এ সময় প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।

এ ঘটনার খবর পেয়ে বিসিপিসিএলের কর্মকর্তারাসহ শ্রমিকরা ঘটনাস্থলে যায়। পরে ফিং লিউ জুনকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ফিং লিউ জুনকে দেখে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. রেফায়েত হোসাইন বলেন, ‘ছুরি বুকের বা পাশে বিদ্ধ হয়ে বিরাট ক্ষতের সৃষ্টি হয়েছে। আসলে অতিরিক্ত রক্তক্ষরণে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আলী আহম্মেদ দৈনিক জাগরণকে বলেন, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি। সং ঝিয়াং নামে চীনা শ্রমিককে আটক রাখা হয়েছে।


টিএফ

আরও পড়ুন