• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৯, ০৭:১৮ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৭, ২০১৯, ০৭:১৮ পিএম

বিয়েবাড়ির খাবার খেয়ে অসুস্থ অর্ধশত

বিয়েবাড়ির খাবার খেয়ে অসুস্থ অর্ধশত

মুন্সীগঞ্জ সদর উপজেলার বাগেশ্বর গ্রামের এক বিয়েবাড়ির খাবার খেয়ে অর্ধশত অতিথি অসুস্থ হয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১২ জন শিশুসহ নারীও রয়েছেন।

সদর থানা পুলিশ জানায়, বাগেশ্বর গ্রামের কনের পক্ষ স্থানীয় একটি কমিনিউটি সেন্টারে এই অতিথিদের ভোজের আয়োজন করে। এতে কনের বাড়ির আত্মীয়স্বজন ছাড়াও একই উপজেলার পঞ্চসার এলাকার বরের বাড়ির লোকজন এই ভোজে অংশ নেন।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে এই ভোজ গ্রহণ করার পর থেকে অসুস্থ বোধ করে। পরে অতিথিদের অবস্থা বেশি অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়।

এ সময় গুরুতর অসুস্থ গর্ভবতী এক নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালে ভর্তি বরপক্ষের লোকজন জানান, পোলাও, মুরগির মাংস, গরুর মাংস ও ডাল দিয়ে খাবার গ্রহণ করেন। এর পর থেকেই নানা রকম অস্বস্তি বোধ করছিলেন। পেটব্যথা ও পাতলা পায়খানা শুরু হলে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তবরত চিকিৎসক ডা. শৈবাল বসাক জানান, ফুট পয়জনিংয়ের কারণে এই অবস্থা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রোববার বিকেল পর্যন্ত প্রায় ৫০ জন রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছে। অসুস্থদের চিকিৎসা এখনো চলছে।

এনআই

আরও পড়ুন