• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৯, ০৭:০৫ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৯, ২০১৯, ০৭:০৫ পিএম

কোটালীপাড়া-রাজৈর সড়কে বাস চলাচল বন্ধ

কোটালীপাড়া-রাজৈর সড়কে বাস চলাচল বন্ধ

নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে বাসচালকদের কর্মবিরতির অংশ হিসেবে কোটালীপাড়া-রাজৈর সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১টা থেকে এই সড়কে অনির্দিষ্টকালের জন্য বাসচালকরা বাস চলাচল বন্ধ করে দেন। হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

অন্যদিকে হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মাহিন্দ্র ও ইজিবাইক চালকরা অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রী পরিবহন করছেন। যাত্রীদের এই ভোগান্তি লাঘবে দ্রুত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কোটালীপাড়াবাসী।

উপজেলার ধারাবাশাইল গ্রামের বিধান অধিকারী বলেন, ‘আমি ঢাকায় থাকি। একটি জরুরি কাজে বাড়ি এসেছিলাম। আমি সব সময় কোটালীপাড়া-রাজৈর সড়ক দিয়ে ঢাকায় আসা-যাওয়া করি। আজ ঢাকা যাওয়ার জন্য উপজেলা সদরে বাসস্ট্যান্ডে এসে দেখি রাজৈর সড়কে বাস চলছে না। এখন গোপালগঞ্জ ঘুরে আমাকে ঢাকা যেতে হবে। এ পথে ঢাকায় যেতে আমার প্রায় ৩ ঘণ্টা সময় বেশি লাগবে।’

নাম প্রকাশ না করার শর্তে এক বাসচালক বলেন, ‘কোনো চালকই ইচ্ছা করে দুর্ঘটনা ঘটায় না। গাড়ির বিভিন্ন সমস্যার কারণে দুর্ঘটনা ঘটতেই পারে। কিন্তু সরকার নতুন যে আইন করেছে তাতে আমাদের যে শাস্তির বিধান রাখা হয়েছে, এই শাস্তির বিধান না কমালে আমাদের সড়কে বাস চালানো সম্ভব নয়।’

রাজৈর সড়কের কোটালীপাড়া বাসস্ট্যান্ডের পরিচালক রফিকুল ইসলাম পটু বলেন, চালকরা এই সড়কে নিজেদের ইচ্ছায় বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। কবে তাদের এই কর্মবিরতি শেষ হবে এটা তারা জানাননি।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, ‘বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা যে সিদ্ধান্ত দেবে, আমরা সে মোতাবেক কাজ করব।’

এনআই

আরও পড়ুন