• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৯, ০৮:৩০ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২০, ২০১৯, ০৮:৩০ এএম

বেশি দামে লবণ বিক্রির অভিযোগে বগুড়ায় ৪৪ জন আটক

বেশি দামে লবণ বিক্রির অভিযোগে বগুড়ায় ৪৪ জন আটক

গুজব ছড়িয়ে বেশি দামে লবণ বিক্রির অভিযোগে বগুড়া জেলার বিভিন্ন থানায় ৪৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে বগুড়ার পু‌লিশ সুপার আলী শরাফ ভূঁয়া আটকের বিষয়‌টি নি‌শ্চিত করে জানান, দেশের কোথাও লবণের সংকট নেই। গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা বগুড়া জেলা পুলিশ কঠোর হস্তে দমন করবে।

উল্লেখ্য, সারা দেশের মত বগুড়াতেও লবণের দাম বাড়ার গুজব ছড়িয়ে পড়লে লবণ কিনতে হুমরি খেয়ে পরে যায় হাজার হাজার মানুষ। অনেক জায়গায় স্বাভাবিক দামের চেয়ে দ্বিগুণ দামে বিক্রি করতে দেখা গেছে লবণ। পরে গুজব নিরসনে মঙ্গলবার দুপুর থেকে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালানো হয়।

কেএসটি

আরও পড়ুন