• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৯, ০৫:৫১ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২০, ২০১৯, ০৫:৫১ পিএম

ত্রিশালে মজুদকৃত ৭ হাজার কেজি লবণ উদ্ধার, আটক ৪

ত্রিশালে মজুদকৃত ৭ হাজার কেজি লবণ উদ্ধার, আটক ৪
জব্দকৃত ৭ হাজার কেজি লবণ  -  ছবি : জাগরণ

ময়মনসিংহের ত্রিশালের ধলা গ্রামের একটি বাড়ির গুদাম থেকে বুধবার (২০ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৭ হাজার কেজি লবণ জব্দ করেছে।

এ সময় পুলিশ ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হলো পারভেজ ফকির (৩৬), খালেক (২১) ও শাকিল ইসলাম (১৯) ও হৃদয় (২০)।

গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, গোপান সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে গোয়েন্দা পুলিশের একটি দল বালিপাড়া ইউনিয়নের ধলা গ্রামের মজিবুর রহমান নামের এক প্রবাসীর বাড়ির গোডাউনে অভিযান চালিয়ে ৭ হাজার কেজি লবণ জব্দ করা হয় এবং এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়।

ওসি আরও জানান, কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফা করার লক্ষ্যেই লবণ অবৈধভাবে মজুদ করা হয়। দেশে লবণের দাম বেড়েছে এ গুজবকে কাজে লাগিয়ে অতিরিক্ত মুনাফা লাভের আশায় লবণগুলো মজুদ করে রাখেন গুদামে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

এনআই

আরও পড়ুন