• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৯, ০৬:১৭ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২০, ২০১৯, ০৬:১৭ পিএম

মানিকগঞ্জে যান চলাচল স্বাভাবিক, কমে গেছে দূরপাল্লার গাড়ি

মানিকগঞ্জে যান চলাচল স্বাভাবিক, কমে গেছে দূরপাল্লার গাড়ি
মানিকগঞ্জে স্বাভাবিকভাবে চলছে যানবাহন - ছবি : জাগরণ

সড়ক পরিবহন আইন কার্যকর হওয়ায় দেশের বিভিন্ন জায়গায় যানবাহন চলাচল অলিখিতভাবে বন্ধ থাকলেও মানিকগঞ্জে সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে মানিকগঞ্জের ওপর দিয়ে যাতায়াতকারী দূরপাল্লার যানবাহন চলাচল অনেকটাই কমে গেছে।

মানিকগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম জানান, দেশের বিভিন্ন স্থানে সড়ক পরিবহন আইন কার্যকর হওয়ায় যানবাহন শ্রমিক ও মালিকরা আতঙ্কে রয়েছেন। জেলার অভ্যন্তরীণ সকল সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে মামলার ভয়ে অনেক মালিক রাস্তায় যানবাহন নামাননি।

নীলাচল পরিবহনের মানিকগঞ্জ ইনচার্জ চণ্ডী চক্রবর্তী জানান, বুধবার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে তাদের পরিবহন ঢাকা থেকে পাটুরিয়া আসার পথে ঢাকা জেলার ধামরাই এলাকায় যানবাহনের শ্রমিকরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এছাড়া ঢাকার সায়েদাবাদ এলাকায়ও যানবাহন চলতে বাধা দেয়া হচ্ছে। এ কারণে দুই ঘণ্টা পাটুরিয়া থেকে কোনো নীলাচল পরিবহন ছাড়া হয়নি। ১১টার দিকে পুনরায় নীলাচল পরিবহন পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে দেয়া হয়েছে।

মানিকগঞ্জ ট্রাফিক পরিদর্শক সৈয়দ গোলাম আম্বিয়া জানান, এখন পর্যন্ত নতুন সড়ক পরিবহন আইন মানিকগঞ্জে কার্যকর হয়নি। এই নতুন আইনে যানবাহনের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। সকাল থেকে যানবাহন চলাচল কিছুটা কম মনে হচ্ছে। দূরপাল্লার যানবাহন মাঝেমধ্যে চলাচল করছে। এছাড়া মানিকগঞ্জ থেকে ঢাকা যাতায়াতকারী সব ধরনের যানবাহন রাস্তায় রয়েছে।

এনআই

আরও পড়ুন